রাবেয়া,উপকূল প্রতিনিধি।। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন টাইবুন্যাল আদলতে নাজমুল হাসান নয়ন নামের এক ধর্ষন মামলার আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত পরবর্তীতে তাকে জেলে জেল হাজতে প্রেরণ করেন। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জামায়াত নেতা মাকসুদুর রহমানের ছেলে। উল্লেখ্য সাতক্ষীরাতে বাদীনি ডলি আকতার কর্তৃক গতইং ০২/০৩/২০২১তারিখে দায়েরকৃত নারী ও শিশু মামলা নং-৩১৫/২১ ধারা
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০সনের (সংশোত/০৩)এর ৯(১)/৩০(ধর্ষণ মামলা)আসামী গাবুরা ইউঃ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান নয়নের বিরুদ্ধে আদালত কতৃক পিবিআই এর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ইং ১৯/৭/২১ তাং গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু করেন, যার প্রেক্ষিতে অদ্য ইং ১০-০৮-২০২১ তারিখে পলাতক আসামি নাজমুল হাসান নয়ন আদলতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেন। নয়নের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানান
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেনিন।তিনি আরো বলেন
নাজমুল হাসানের বাবা মাকসুদ রহমান জামাত ইসলাম গাবুরা ইউনিয়ন শাখার রোকন ও তার বড় চাচা গাবুরা ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর, নাজমুল হাসান নয়ন ও তার ভাই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগের কোন এক নেতার হাত ধরে গাবুরা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক দায়িত্ব নেন,
তবে শফিউল আজম লেলিন আরো বলেন পারিবারিক হিসাবে নাজমুল হাসান নয়নের ফ্যামিলি জামাত পরিবারের সক্রিয় সদস্য।
তাছাড়া তিনি আরো বলেন গাবুরা ইউনিয়নের বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্নভাবে হয়রানি ও চাঁদাবাজি করে আসছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।