ঈশ্বরীপুর(শ্যামনগর)প্রতিনিধিঃশ্যামনগর উপজেলার ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে শিক্ষার্থীদের নৈতিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ-নাত ও ইসলামি সংগীত উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।