মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
১২ জানুয়ারি,শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম সুভাষ কুজুর (৪০)।
সে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদ গ্রামের বারতু কুজুরের ছেলে।
১৪ জানুয়ারি,শনিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। গত কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে র্যাব-৫ এর গোয়েন্দা দল। এক পর্যায়ে সুভাষ কুজু অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে এলাকায় ক্রয় বিক্রয় করছিল,এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এর নেতৃত্ব্বে শুক্রবার দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ কুজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।