সাতক্ষীরা প্রতিনিধিঃ নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে এনজিএফ এর হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর পরিচালক মাইক্রোফাইন্যান্স মোঃ আলমগীর কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন এনজিএফ এর হেড অফ এডমিন হুমায়রা লুৎফি, হেড অফ অর্থ ও হিসাব নূর মোহাম্মদ রাসেল খান, হেড অব অডিট এম এম শহীদুল ইসলাম, প্রসপারিটি প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল হামিদ, সমৃদ্ধি প্রকল্পের কর্মকর্তা বৃন্দ, এসইপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ শাখা অফিসের কর্মকর্তা বৃন্দ। উক্ত আলোচনা অনুষ্ঠানে এনজিএফ এর কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন। সেইসাথে পরিচালক মাইক্রোফাইন্যান্স এবং সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার করেন এনজিএফ এর ট্রেনিং ম্যানেজার মোঃ আমিনুর রহমান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।