শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ নওয়াবেঁকী মহাবিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন নওয়াবেঁকী মহাবিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার কলেজ ক্যাম্পাসে এ মিছিল হয়।
মিছিলে কলেজ ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আলিফ ও সাধারণ সম্পাদক হাসনাঈন হাসান তামিমের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস সহ বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন।
ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে শক্ত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ছাত্রদল নেতারা।
সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।