মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ নওয়াবেকি গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) প্রসপারিটি -এফসিডিও প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে লবণাক্ত পানি শোধন প্লান্ট (রিভার্স অসমোসিস পদ্ধতি)’ স্থাপনের পর ২ মার্চ বৃহস্পতিবার বিকেলে ৫ টায় এনজিএফ এর সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) জি এম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্স মাধ্যমে নওয়াবেকি গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সুযোগ্য নির্বাহী পরিচালক লুৎফর রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন। এসময় এলাকা থেকে আগত কয়েকশত সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। উদ্বোধন করার সাথে সাথেই স্থানীয় কয়েকটি গ্রামের মানুষের চোখে মুখে আনন্দঘন পরিবেশ বিরাজমান দেখা যায়।
স্থানীয়রা জানান, আমাদের বিশুদ্ধ পানি আনতে ৩- ৪ কিঃমিঃ দুর যেতে হতো৷ এই পানির প্লান্ট হওয়ার পরে আমাদের অনেক সুবিধা হলো৷ এখন থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতে পারবো। অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক লুৎফর রহমান সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা, অত্র প্রতিষ্ঠানের মুন্সিগঞ্জ ইউনিয়নের শাখা ব্যবস্থাপক ইকরামুল ইসলাম প্রমূখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।