মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টারনড়াইল সদর উপজেলায় মহাসড়কে হানিফ পরিবহন ও যশোর কালনা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নাকসী মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , মঙ্গলবার বেলা ১১ টার দিকে নড়াইল থেকে ঢাকা ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহন ও কালনা থেকে যশোরের দিকে যাচ্ছিল লোকাল বাস প্রতিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা এলাকায় পৌছালে দুই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।