শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মোস্তাক আহমেদ জেলা প্রশাসক (ডিসি) সাতক্ষীরা।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া রাস পূজামণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন।
মণ্ডপ পরিদর্শনে যেয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত আগত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং দুর্গোৎসবকে মিলনমেলার উৎসবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা প্রশাসক বলেন, দুর্গোৎসবকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই জেলা প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সেনা সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এসময় সফরসঙ্গী হিসেবে আরও উপস্তিত ছিলেন নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।