তুহিনুর রহমান রহমান (নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি) ; হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নিজ আগনা গ্রামের একটি ব্রিজের প্রসঙ্গে, নবীগঞ্জ হইতে ইনাতগঞ্জের দুরত্ব প্রায় ১৬ কি-মি এর মধ্যে নবীগঞ্জ থেকে নিজ আগনা গ্রামের ভিতর রাস্তা দিয়ে গেলে ১ কি-মি জায়গা কম লাগে এ ছাড়া মেইন রাস্তা দিয়ে গেলে ১ কি-মি রাস্তা ঘুড়িয়ে যেতে হয়। এই নিজ আগনা গ্রামের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নোই। নিজ আগনা গ্রামের বিতরে একটি ব্রিজ সেই ব্রিজের অবস্তা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যা যে-কোনো সময় ব্রিজটির দূরঘঠনা গটতে পারে। এই রাস্তা দিয়ে সি-এন-জি ত দুরের কথা একটি রিক্সা গাড়িই ছাড়া আর কোনো ধরনের গাড়ি যেতে পারে না, হঠাৎ করে একটি মূমুর্স রোগী যদি নবীগঞ্জের হাসপাতালে যেতে হয় বড় গাড়ি নিয়ে। নিজ আগনা গ্রামের রাস্তা দিয়ে যেতে পারবেনা কারণ এ-ই রাস্তা দিয়ে মূমুর্ষ রোগীকে নিলে আরও অসুস্থ হয়ে পরবে কিনবা মারাও যেতে পারে কারণ এই ব্রিজটি রিক্সা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি যেতে পারে না তাই এই গ্রামের লোকজন জানাচ্ছে যে এই রাস্তা এবং ব্রিজটি সিগ্রি নতুন ভাবে ব্রিজটি ঠিক করা উচিত।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।