নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর নয়াপল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সানি নামে একজন পথশিশু আহত হয়েছে। আহত পথশিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি জানিয়ে পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে ওই পথশিশু আহত হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
আহত সানি জানায়, তার বাবার নাম টিটু মিয়া। কাকরাইল এলাকায় থাকে সে। বিভিন্ন ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। আজ দুপুরে ভাঙারি কুড়ানোর সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ পায়। সেটিতে ককটেল ছিল। হাত দিয়ে ধরে সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার দুই হাত ও দুই পায়ে আঘাত লাগে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।