এস আলম,নরসিংদী থেকেঃ নরসিংদীর পলাশে আগুনে পুড়ে একটি বসত বাড়ি ছাই হয়ে গেছে। বুধবার (৬ জানুয়ারি) উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর গ্রামে সোলেমান মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোলেমান মিয়া জানান, হঠাৎ সন্ধা ৬টার দিকে আমার বসত ঘরে আগুন লাগে। পরে আগুনের ধোয়া দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসে। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে পরে এবং আগুনে ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পলাশ থানা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদিকুল বারী জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।