তানিয়া আক্তার ,স্টাফ রিপোর্টারঃনাটোর সদর হাসপাতালের নবনির্মিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নতুন ভবনের ৬ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কক্ষের একটি এসি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নাটোর আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় কেবিন ও ডায়ালাইসিস কক্ষ প্রস্তুতের জন্য মিস্ত্রিরা ওয়েলডিংয়ের কাজ করছিল। হঠাৎ করেই ওয়েলডিংয়ের আগুন ছিটকে গিয়ে কক্ষে লাগানো একটি এসিতে আগুন লাগে। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে অনেকেই ওই ভবনের ৬ তলায় ছুটে যান। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালে কর্মরত স্টাফসহ উপস্থিত সকলেই আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা মশিউর রহমান জানান, ওয়েলডিংয়ের আগুনের ফুলকি ছুটে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ওয়ালে লাগানো একটি এসি পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে কোনো রোগী বা হাসপাতালের স্টাফের কোনো ক্ষতি হয়নি।
নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অজিত কুমার দেব জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা, ওয়েলডিংয়ের সময় ছুটে যাওয়া আগুনের ফুলকি সম্পর্কে টেকনিক্যাল কোনো ভিত্তি নেই। অন্য কোন কারণে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঠিকাদারকে সর্তক করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।