নিজস্ব প্রতিনিধিঃ ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সংঘটিত হয় দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ও আলোচিত সাত খুনের ঘটনা। তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে একে একে তাদের লাশ উদ্ধার করা হয়, যা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
এই হত্যাকাণ্ডের নৃশংসতা, পরিকল্পিত অপরাধ ও প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগ রাষ্ট্র ও সমাজে গভীর উদ্বেগের জন্ম দেয়। ঘটনার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া চললেও ন্যায়বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও অসন্তোষ ও প্রশ্ন রয়ে গেছে।
এমন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার পূর্ণাঙ্গ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক রুমান দেওয়ান। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সাত খুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা, বিচার ব্যবস্থা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
তিনি আরও লেখেন, এত বছর পেরিয়ে গেলেও এই ঘটনার ন্যায়বিচার নিয়ে মানুষের ক্ষোভ কমেনি। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা শিথিলতা থাকলে তা সমাজে অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে।
সাংবাদিক রুমান দেওয়ান তার পোস্টে দাবি করেন, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।