নিজস্ব প্রতিনিধি।।নারায়ণগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। এই আসনে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থীর ফুটবল এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা, এই তিন প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াই স্পষ্ট হয়ে উঠেছে।
জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিপরীতে তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন। এতে করে বিএনপির ভোটব্যাংকে বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই আদর্শ ও সমর্থক গোষ্ঠীর মধ্যে বিভক্ত ভোট পড়ায় ধানের শীষের ভোট উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ ২১শে জানুয়ারী (বুধবার) নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন থেকে মার্কা পাবার পর জনমনে প্রশ্ন কে হবেন নারায়ণগঞ্জ তিন আসনের এমপি। অন্যদিকে, এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করেছে। দলটির প্রার্থী সাবেক সৌদি আরব রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসিহ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ক্লিন ইমেজ, কূটনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠিত কর্মীসমর্থনের কারণে সাধারণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রার্থী বিভাজনের কারণে অনেক ভোটার বিকল্প হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের দিকে ঝুঁকছেন। ফলে নারায়ণগঞ্জ-৩ আসনে এবার নির্বাচন যে হাড্ডাহাড্ডি ও ব্যতিক্রমী হতে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।