নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যদিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে ২৪-এর গণঅভ্যুত্থান ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
রিজভী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত সকল পরিবারের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। দেশ যে অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে আছে, তা থেকে মুক্ত করতে হবে। জনপ্রতিনিধিদের সেবক হতে কার্যকরী ভূমিকার রাখার আহ্বানও জানান রিজভী।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বিএনপি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আওয়ামী লীগের বিচার হবেই।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।