মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে বিশিষ্ট সমাজ সেবক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ফজলুল হক (হক সাহেব) এর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় সভাকক্ষে এ গুণীজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থা'র কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) জুলফিকার আলীর সঞ্চালনায় সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সংস্থার উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) আলহাজ্ব মোঃ শামছুল হক, প্রধান উপদেষ্টা দিলীপ চন্দ্র দাস,
সৈকত সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শামছুজ্জামান নিজাম, উপদেষ্টা সদস্য মো: গোলাম মাওলা, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালা উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক সাখাওয়াত উল্যাহ শিপলু, সংস্থার অডিট অফিসার কামাল উদ্দিন, শাখা ব্যবস্থাপক মোমিন উল্যাহ,
মো: মহিবউল্লাহ, প্রমুখ।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিক ও সংস্থার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় সংস্থার বর্তমান নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন বলেন আর্থ-সামাজিক উন্নয়নে ফজলুল হক (হক সাহেবের) বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মৃতিচারণ করে তাঁর নির্দেশনা মোতাবেক সংস্থার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দকে ফজলুল হক সাহেব কে অনুসরণ করে চলার পরামর্শ দেন।
উল্লেখ্য, মরহুম ফজলুর হক (হক সাহেব) চরবাটা খাসের হাট হাই স্কুল পরিচালনা কমিটি, খাসের হাট জামে মসজিদ পরিচালনা কমিটি সভাপতি, সৈকত ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠান সমূহ ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে গণশিক্ষা, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন উদ্বুদ্ধকরন ও স্যানিটারি লেট্রিন স্থাপন, বসতবাড়ি ও রাস্তায় সামাজিক বনায়ন, দুর্যোগ সচেতনতা সৃষ্টি, দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন ও খাস ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ায় ভূমিহীনদের সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছেন।
কঠোর পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্মরত স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ নিয়ে সংস্থাকে একটি কার্যকর ও উন্নয়নমূখী সংগঠনে পরিণত করার প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন বলে জানান বক্তারা।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায়, পবিত্র কুরআন খানি, মিলাদ মাহফিল, দোয়া, কবর জিয়ারত করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।