মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত নোয়াখালী–৪ (সদর–সুবর্ণচর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মোঃ শাহজাহানকে সমর্থন জানিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বিকেল ৩টায় চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ সবুজ, নোয়াখালী জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন,আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, ওমর ফারুক টপি, আবদুল্লাহ চেয়ারম্যানসহ সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন,১৯৯১ সালে আলহাজ মোহাম্মদ শাহজাহান প্রথমবার নির্বাচন করেন যখন সুবর্ণচরে সড়ক ও অবকাঠামো উন্নয়ন খুবই সীমিত ছিল। তিনি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, হিন্দু–মুসলিমসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বনদস্যু নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুবর্ণচর উপজেলা প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষকে আবারও বিজয়ী করতে হবে।
সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দলের নেত্রীবৃন্দের ব্যাপক উপস্থিতি সমাবেশকে উৎসবমুখর করে তোলে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।