মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূলে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্ভোধন করা হয়
২৪ জুন বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর নোয়াখালীর উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২২৫-২৬ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধন করা হয়।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাবেয়া আসফার সায়মা, আরো ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন,বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি অফিসের কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন- “আউশ ধান ও বোরো ধান থেকেও আমন ধান চাষে সুবর্ণচরের কৃষক বেশি আগ্রহী। কিন্তু তুলনামূলক ভাবে আমন ধানে সার ও পানির প্রয়োজন কম হয়। অপরদিকে আউশ ও বোরো ধানের থেকে আমন ধানের জাত সমূহ অধিক ফলনশীল। ফলে কৃষকরা কম খরচেই অধিক ফলন পেতে পারেন। যা কৃষি বান্ধব সরকারের খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাপক অবদান রাখবে। ”
এবং এই উপজেলায় উৎপাদিত খাদ্য শস্য উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দেশের বাহিরেও রপ্তানি হয়ে থাকে। কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানান বক্তাগন। উদ্ভোধনী অনুষ্ঠানে একজন কৃষক ০৫ কেজি আমন উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি পেয়ে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, নোয়াখালী শস্যভান্ডার খ্যাত মেঘনা তীরবর্তী উপজেলা সুবর্ণচর,এখানে শতকরা ৯০ জন মানুষ কৃষি কাজের সাথে জড়িত তাদের কৃষিতে আরো উৎসাহ ও মনোযোগি হওয়ার জন্য কৃষি অফিস থেকে আমরা সব ধরনের সহযোগিতা করে যাবো এবং আমরা সবসময় কৃষকের পাশে থাকবো।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।