মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তোতার বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন, আজ সোমবার দুপুরের দিকে মোজাম্মেল হোসেনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মোজাম্মেল হোসেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া ২০১৮ সালে উপজেলা বিএনপি সভাপতি এ বি এম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে আরেকটি একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন আজরাইলের ছেলে।
ওসি শাহীন মিয়া বলেন মোজাম্মেল দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে সম্প্রতি আর ও একটি মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।