মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃবিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকারটি নোয়াখালী সুবর্ণচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। এ সাক্ষাৎকারটি দেখতে বিপুল পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।
গত ৩ দিন ধরে উপজেলার ঐতিহ্যবাহী বড়বাজার হারিছ চৌধুরী বাজার, খাসের হাট রাস্তার মাথা ও আক্তার মিয়ার হাট,থানারহাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় এ প্রদর্শনী চলছে ।সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যা বাবুল ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক জানান,আগামী এক সপ্তাহ উপজেলার বিভিন্ন বাজারে এই প্রদর্শনী চলমান থাকবে
স্থানীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা শোনেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপস্থিত দর্শকরা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক। এর মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান আর ও স্পষ্ট হয়েছে।
সাধারণ মানুষ ও জানান, তারা প্রথমবারের মতো বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার অঙ্গীকার করেন অনেকে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।