মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নে প্রায় ২ হাজার হতদরিদ্র এবং অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ওমান প্রবাসী আকবর হোসেন। শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে চর বৈশাখী গ্রামে তার নিজ বাড়ি এবং থানার হাট বাজারে এসব ঈদ ও নগদ টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল।
এলাকাবাসী বলেন, সমাজ সেবার অংশ হিসাবে গত কয়েক বৎসর পর্যন্ত ওমান প্রবাসী আকবর হোসেন নিজ ইউনিয়নের জনসাধারণের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এলাকায় গড়ে তুলেছেন নূরানী মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি।
সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রবাসী আকবর হোসেন এলাকার গরীব-অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থায় আর্থিক সহযোগিতা করে থাকেন। এলাকার বাইরেও বিধবা, প্রতিবন্ধী, এতিম এবং অসহায়-দুস্থদের সার্বিক সহযোগিতা করে থাকেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।