মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ০২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পশ্চিম চরবাটা গ্রামের মধ্যখানে জনবসতি এলাকায় ২টি হাঁসের হ্যাচারী স্থাপন করে পরিবেশ দূষণ করে যাচ্ছে ঢাকা ডাক্স এন্ড হ্যাচারী লিমিটেড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান গড়ে উঠে ২০১৩ সালের দিকে ঐ হ্যাচারীর মৃত হাঁস, পচা ডিম ফেলার কারণে তীব্র দুর্গন্ধসহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ করেছেন এলাকাবাসী,এর বিপক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্থানীয়রা অভিযোগ করেন।
খামারের বর্জ্য গ্রামের যত্রতত্র ফেলার কারণে তীব্র দুর্গন্ধের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে,এতে পরিবেশ বিপর্যয় হচ্ছে কিন্ত খামারের মালিকপক্ষ এর কোনো প্রতিকার না করে উল্টো দেখে নেওয়ার হুমকি দেয়। অবশেষে গণমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী থানাতে জিডি এন্ট্রি করার চিন্তা করেছেন । ভুক্তভোগী গ্রামবাসী মোঃ ফরিদ, মোঃ ইউছুপ,মোঃ রুবেল জানান, পশ্চিম চরবাটা গ্রামে বেআইনিভাবে দুটি হাঁসের খামার করেন ঢাকা বিল্ডার্স
উক্ত খামার গ্রামবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মসজিদের মুসল্লিরা নামাজে যাওয়ার সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সকলেই অতিষ্ঠ বর্জ্যের উৎচিষ্ঠ দুর্গন্ধে। পাশাপাশি এলাকার ফসলি জমিও বিপন্ন হওয়ার উপক্রম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ ইউছুপ নামের এক কৃষকের তিন একরের উর্ধ্বে জমির ধানক্ষেতে মৃত হাঁস, হাড়, ও হ্যাচারীর মৃত পশুর পালকে ছড়িয়ে ছিটে রয়েছে। স্থানীয় কৃষকের আকুতি মিনতি দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি ককর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। তিনি জানান, বিষয়টি দেখে আমি নিজের ও খুব কষ্ট পেয়েছি। আমি নিজে যে আবাদি জমি ও হ্যাচারীর পাশে ৫ মিনিট দাঁড়াতে পারিনি, কি করে এই হ্যাচারীর পাশে মানুষজন দিনপার করছে আল্লাহ ভালো জানেন।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পরিবেশের ও এলাকাবাসীর কোন ক্ষতি হয় এমন কর্মকান্ড হলে তা খতিয়ে দেখে আইনয়ানুক ব্যবস্থা নেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।