সিরাজুল ফকির,নড়াইল: কালিয়া উপজেলায় চলছে নির্বাচন কমিশনের স্মার্টকার্ড বা জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। তবে কার্ড না পাবার অভিযোগ করেছেন উপজেলার অনেক বাসিন্দা। আবার কার্ড পেলেও ভুল তথ্য থাকারও অভিযোগ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন কয়েক হাজার উপজেলাবাসী। অবশ্য নির্বাচন কর্মকর্তারা নানা কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন।
কালিয়া উপজেলার চৌদ্দটি ইউনিয়নের ও একটি পৌরসভার বাদ পড়া সকল ভোটারদের
স্মার্ট কার্ড একদিন একই জায়গায় প্রদান করার কারনে অনেকের কার্ড হলেও তা সংগ্রহ করতে পারেনি সকাল থেকেই হাজারো মানুষের ভিড় জমে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
আবার কার্ড পেলেও তা ভুলে ভরা
ব্যাংক অ্যাকাউন্ট,ড্রাইভিং লাইসেন্স কিংবা জমি বেচা-কেনা। এ রকম ২৫ ধরণের কাজে লাগবে জাতীয় পরিচয় পত্র বা স্মার্টকার্ড। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে বিতরণ করছে জাতীয় পরিচয়পত্র। কালিয়া উপজেলায় স্থানীয় বাসিন্দা হবার পরও কার্ড না পাবার অভিযোগ করেছেন অনেকে। আবার কার্ড পেলেও ভুল ছাপার অভিযোগ তো রয়েছে।
ভুক্তভোগী একজন বলেন, 'আমি এসে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে দেখি আমার স্মার্টকার্ড হয় নাই। আমি এসে একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছি।'
এক নারী বলেন, 'বাড়ির কাজ ফেলে এসেছি এখন আমার কর্ড হয়নি এতে জনগণ আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়ছে।'
এ ধরনের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন এলাকার সুধী সমাজ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।