সেলিম চৌধুরী,নিজস্ব সংবাদ দাতা পটিয়া:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় জনগণের মধ্যে সারা জাগিয়েছে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া, কোনো কিছুই বাদ যাচ্ছে না। এমপি প্রার্থীরা ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনি এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান। পাশাপাশি সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো: ইলিয়াস মিয়া।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনীয় প্রচার প্রচারণায় ও হাট-বাজারে গণসংযোগ চালাকালিন সময় বক্তব্যে রাখেন, স্বতন্ত্র প্রার্থী
মো: ইলিয়াস মিয়া, বলেন, তরুণ প্রজন্মের জন্য আমার নতুন মেসেজ আধুনিক পটিয়া গড়ে তুলতে হলে শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ মানুষ তরুণ প্রজন্মের ভোটারগণ নতুন করে চিন্তা করতে। আমি পটিয়ার উন্নয়নের জন্য সুশীল সমাজের লোকজন এর পরামর্শে একটি আধুনিক মডেল পটিয়া উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। আগামী ৭ জানুয়ারী আমাকে একটিবার ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আমি পাঁচ বছর পটিয়ার দারোয়ান হিসেবে পাহারা দিয়ে সেবা সেবা নিশ্চিত জনগণ প্রাপ্য সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।