পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: পটিয়া উপজেলার কমল মুন্সির হাট সংলগ্ন এলাকায় আলহেরা ইসলামী একাডেমীর উদ্যােগে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ২৫ ডিসেম্বর সোমবার একাডেমি মিলনায়তন সকালে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো: আজিজ উদ্দিন। মো: কানুন উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন, উদ্বোধক ছিলেন সমাজ সেবক কলিম উদ্দিন আজম, ব্যাংকার শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাএনেতা কামাল উদ্দীন পারভেজ, ইন্জিনিয়ার এম এ ছালেক, প্রধান শিক্ষক এস এম বেলাল উদ্দিন, হাপেজ জানে আলম, শিক্ষিকা খালেদা বেগম ও রেশমী আকতার প্রমুখ।
প্রধান অতিথি'র বক্তব্য গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ বলেন,বিদ্যা মানে জ্ঞান, শিক্ষা মানে আচরণে পরিবর্তন। সব শিক্ষাই বিদ্যা কিন্তু সব বিদ্যা শিক্ষা নয়; যদি তা কার্যকর বা বাস্তবায়ন করা না হয়। জ্ঞান যেকোনো মাধ্যমেই অর্জন করা যায়, অধ্যয়ন জ্ঞানার্জনের একটি পন্থা মাত্র।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।