সাজিদ বিল্লাহ (পদ্দপুকুর) শ্যামনগর প্রতিনিধিঃ করোনা'র গণটিকা কার্যক্রম বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগকে সফল করতে ০৭/০৮/২১ তারিখ শনিবার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৪৭নং পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯'টায় শুরু হয়।প্রথম দিনের টিকাদান কার্যক্রম কর্মসূচিতে উক্ত ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের রেজিস্ট্রেশনকৃত ৬০০(ছয়শত) জনকে টিকা দেয়া হয়েছে বলে জানাগেছে। এর মধ্যে নারী ২২৭ জন ও পুরুষ ৩৭৩ জন। টিকাদান কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারি মোঃ মারুফ বিল্লাহ (৩নং ওয়ার্ড), আনিসুর রহমান (২ নং ওয়ার্ড), এমদাদুল ইসলাম (১নং ওয়ার্ড),এফ ডব্লিউ এ সালমা খানম, দিপালী রানী ও বন্দনা বিশ্বাস। টিকাদান কার্যক্রমে তদারকির দায়িত্বে ছিলেন শিলা রানী AHI, মো,নুরুন্নবী FPI। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা'র দায়িত্বে ছিলেন (RMO) বিপ্লব কুমার।এসময় ট্যাক অফিসার প্রণব কুমার বিশ্বাস ও উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন পদ্দপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃএস,এম, আতাউর রহমান , ইউপি সদস্য মোঃআজিজুল ইসলাম প্রমুখ এসয় উপস্থিত ছিলেন। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোঃ মারুফ বিল্লাহ জানান, ষাটউর্ধ ব্যক্তিরা টিকাদান কার্যক্রমে প্রাধান্য পেয়েছে। তিনি আর ও জানান আগামী ১৪/০৮/২১ তারিখে পাতাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ছয়শত মানুষের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকা দেয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।