ডেস্ক রিপোর্টঃ পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যান উল্টে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মা ও দুই জমজ কন্যাশিশুসহ তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাজু খন্দকার ও মো. কাউসার।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো অক্সিজেন সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানটি। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ওসি আরও জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জাগো জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পিকআপটির চালক মিরাজ জানান, পিকআপে থাকা হেলপার ছাড়াও পিকআপটির মালিক আনোয়ার হোসেনের ভাই রাজিব খন্দকার নিহত হয়েছেন। রাজিবের স্ত্রী মুক্তা ও তাদের ১০ মাসের জমজ কন্যাসন্তানদের গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আলমগীর জানান, গাড়িতে ৮৫টি অক্সিজেনের খালি সিলিন্ডার ছিলো। দুর্ঘটনা কবলিত গাড়িটি এবং সিলিন্ডারগুলো উদ্ধার করা হচ্ছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।