রাবেয়া,উপকূল প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নওয়াবেকী ইউনিয়নে সাসটেনেবল এনটারপ্রাইজ প্রজেক্ট(এসইপি) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন উপ- প্রকল্প প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার কাঁকড়া খাতের উদ্যােগকে শক্তিশালীকরণ এর আওতায় পহেলা সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ সকাল দশটায়। পরিবেশগত সার্টিফিকেশনের জন্য উত্তম জলজ চাষ অনুশীলন এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন এই অঞ্চলের স্থানীয় কাঁকড়া চাষী, ডিপো মালিক, ফড়িয়া, রপ্তানিকারক, শিক্ষক ও সাংবাদিক । উক্ত অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা। এছাড়া নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের মাইক্রোসফাইনান্স ডিরেক্টর জনাব আলমগীর কবীর, সংস্থার মনিটরিং এভালুয়েশন এর দায়িত্বে থাকা এস এম মাহাবুব আলম, পরিবেশ ক্লাবের সেক্রেটারি আব্দুল হালিম, এসইপি (কাকড়া) ম্যানেজার মোহাম্মদ খালেদ শামস, মুজাফফর ফয়সাল, মেহেদী হাসান, রানা হালদার উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কাঁকড়া চাষী, ডিপো মালিক, ফড়িয়া রপ্তানিকারক জানতে পেরেছে যে কিভাবে উত্তম জলজ চাষ অনুশীলন করে তারা কাঁকড়া থেকে অধিক মুনাফা পেতে পারে এবং বিদেশে তাদের প্রেরণকৃত কাঁকড়া সমাদৃত হয়। পরিশেষে তারা এই উত্তম জলজ চাষ অনুশীলন এর দিকগুলো মেনে এখন থেকে কাঁকড়া চাষ করার জন্য সবাই একতাবদ্ধ হবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছেন সাতক্ষীরা জেলার অন্যতম এনজিও গণমূখী ফাউন্ডেশন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।