হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে বিষ দিয়ে মাছ আহরণের অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ ।
রবিবার (২ মে) রাতে সুন্দরবনের তেরকাঠি খাল এলাকায় মাছ ধরার সময় অভিযান চালিয়ে বিষ প্রয়োগে আহরিত বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও নৌকাসহ ৩ জেলেকে আটক করে বুড়িগোয়ালিনী বনবিভাগ।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার পাড়া এলাকার রাশেদুলের ছেলে ইসমাইল (২৫) ও ইসরাফিল (২২) বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের হাকিম গাজীর ছেলে হোসাইন আহমেদ (সুমন)।
তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার করছেন। নিয়মিত ফরেস্ট টহলের অংশ হিসেবে রবিবার তেরকাঠি এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকাররত অবস্থায় ৩ জেলেকে আটক করা হয়েছে।
জেলেদের কাছ থেকে বিষ দিয়ে শিকার করা ১৮-২০ কেজি চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ও একটি বিষের বোতল সহ জাল নৌকা জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এস ও) সুলতান আহমেদ জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বনঅঞ্চলের জলাভূমিতে কীটনাশক প্রয়োগের অভিযোগে ৫৭/বিজি ২০২০-২১মূলে মামলা দায়ের করে সোমবার(৩ মে) বেলা ১১টার সমায় তাদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।