মোঃ সেলিম মোড়ল,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছার কপিলমুনির কাজিমুছা গ্রামের মাঠখালীর খাল থেকে এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউপির কাজিমুছা গ্রামের মাঠখালির খালে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বারুইডাঙ্গা গ্রামের মৃত জরিপ গাজীর মানসিক প্রতিবন্ধী স্ত্রী করিমন্নেছা (৭০) এর মৃতদেহ উদ্ধার করে।
করিমন্নেছার ছেলে হাশেম আলী জানিয়েছেন, তার মা ছয় বছর ধরে মানষিক রোগী ছিলেন। গত ১১ দিন যাবৎ তাকে কোথায়ও পাওয়া যাচ্ছিলো না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, করিমন্নেচ্ছা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি সব সময় গায়ে বস্তা জড়িয়ে ঘুরে বেড়াতো। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং -০৪, তারিখ- ১৭/০২/২০২২।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।