শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা মন্ডলবাড়ির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল গফুর মন্ডলের স্ত্রী, বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এ,টি,ম মোরশেদ আলম লাভলু ও হাসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব মার্কেটিং এ,টি,এম মনিরুল আলম বাবুর মাতা এবং বগুড়ার বিশিষ্ট রাজনীতিক শাহরিয়ার আরিফ ওপেল, স্বনামধন্য চিকিৎসক ডাঃ এমদাদ ও ডাঃ বশির আহাম্মদের শাশুড়ি, ঘাষিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আলহাজ্ব মেহেরুন নেছা খুকি(৭৮) গতকাল ০৬ এপ্রিল বৃহঃস্পতিবার রাত সোয়া ১১টায় ইন্তেকাল করিয়েছেন (ইন্নাইলাইহে ওয়াইন্না ইলাহে রাজেউন)।
শুক্রবার বাদ জুমা জোকা ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া -০৭ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু, হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এটিএম শফিকুল হাসান জুয়েল, বাগুড়া শামছুন্নাহার ক্লিনিকের এমডি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মরহুমার ভাতিজা বিশিষ্ট ব্যাবসায়ী একেএম রায়হান রুবেল, নন্দিগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, বি,এস,টি আই বগুড়ার সহকারী পরিচালক জুলফিকার আলী, ঘাষিড়া এহইয়াউল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আহসান রবিন জরখিছ, মরহুমার জামাতা, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলহাজ্ব মোতারব হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানসহ হাজারো রোজাদার ধর্মপ্রাণ মুসলমানের দোয়া মুনাজাতের মাধ্যমে জোকা মন্ডলবাড়ি পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।