লায়লা সুলতানা,মোংলা (বাগেরহাট):মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে সত্তার লেন এলাকার স্থানীয় এক বাসিন্দার পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে মোংলা থানার এসআই সোলাইমান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। আর যেকোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তদন্ত হওয়া পর বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।