পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের বালাশহিদ রাস্তার উপর থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সাইদুর রহমান(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সে নিতপুর শিতলী গ্রামের খাজা মদ্দিনের ছেলে। এসময় মিজানুর রহমান কালু (২৫) ও খাইরুল ইসলাম (৪০) নামে অপর দুইজন পলিয়ে যান। পলাতক দু’জন হলেন শিতলী গ্রামের আব্দুল মতিন ও লাল মোহাম্মাদের ছেলে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে টহলদল সীমান্তের ২৩০/৪৫(৯এস) নং পিলারের বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। আটক সাইদুর সহ পলাতক অপর দুইজন ভারত থেকে বাংলাদেশে আসছিল। আটকের সময় বালাশহিদ মাঠে সাইদুরের রেখে যাওয়া একটি এফজেডএস বøু কালারের ইয়ামাহা মোটরসাইকেল, মোটরসাইকেলের সিটের নিছে রাখা ২০টি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, তার কাছে থাকা ভারতীয় ১টি সীম সহ একটি মোবাইল সেট ও ভারতীয় ৮০ রুপি পাওয়া গেছে। পরে শনিবার সাইদুর রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।