এম,কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি, জাতীয় মৎস্যজীবি সমিতি,আওয়ামী মৎস্যজীবিলীগ, মৎস্যজীবি উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটি, উপজেলা ভূমি কমিটির যৌথ উদ্যোগে “মৎস্যজীবি জেলে ভাই, ঐক্য ছাড়া উপায় নাই”।- এ শ্লোগানে (১) জলমহাল নীতিমালা ২০০৯ অনুযায়ী মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠা, (২) সাগর ও সমুদ্র উপকূলীয় সকল নদী ও খাল বিলে মাছ ধরা জেলেদের নিষিদ্ধকালীন সময়ে খাদ্য সহায়তা প্রদান, (৩) উন্মুক্ত ও বদ্ধ সকল জলমহলে বেআইনী দখল উচ্ছেদ, (৪) এসএ ম্যাপ অনুযায়ী জলমহল সিমানা চিহ্নিত, আয়তন সংশোধন ও খাজনা নির্ধারন, (৫) হালনাগাদ তালিকার মাধ্যমে অমৎস্যজীবিদের বাদ দিয়ে প্রকৃত মৎস্যজীবিদের অর্ন্তভুক্ত করে সঠিক তালিকা করা- এসকল দাবিতে গতকাল সোমবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রত্যেক সমিতির নারী-পুরুষ সদস্যগণ অংশগ্রহন করে। মানববন্ধন চলাকালীন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক বাস্তুহারা ভূমিহীন সমাজকল্যান সংস্থার জেলা সভাপতি মোঃ মোকছেদ আলী, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির শ্যামনগর সদর ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মৎস্যজীবি উপজাতি ও হতদরিদ্র উন্নয়ণ সোসাইটির উপজেলা সভাপতি জিএম মনসুর আলম, আওয়ামী মৎস্যজীবিলীগের উপজেলা সভাপতি মহিত কুমার মন্ডল, সহ-সভাপতি সাংবাদিক এস,কে সিরাজ,জাতীয় মৎস্যজীবি সমিতির উপজেলা সভাপতি মধুজীত রপ্তান, সাধারন সম্পাদক খলিলুর রহমান ও বিভিন্ন ইউনিয়ন কর্মকর্তাগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।