শ্যামনগর প্রতিনিধিঃ
প্রতিবন্ধী নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ আজ সমাপ্ত হয়েছে। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা (JPNUS) এর উদ্যোগে এবং সিবিএম গ্লোবাল বাংলাদেশের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিবন্ধী নারীরা প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যবিধি রক্ষা এবং সচেতনতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। তারা জানান, এ প্রশিক্ষণ তাদের ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়তা করবে।
আয়োজকরা বলেন, সিবিএম গ্লোবালের সহায়তায় প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।