বৃহস্পতিবার যুব উন্নয়ন অধিদপ্তরে এ্যাকসেস বাংলাদেশ ও নবলোক পরিষদের বাস্তবায়নে এবং সিবিএম গ্লোবালের আর্থিক সহযোগিতায় এক এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, অধিকার, কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
এ্যাডভোকেসি সভার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
আয়োজক:
এ্যাকসেস বাংলাদেশ
নবলোক পরিষদ
সিবিএম গ্লোবাল (আর্থিক সহযোগিতায়)
যুব উন্নয়ন অধিদপ্তর (স্থল প্রদান)
অংশগ্রহণকারী:
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সদস্যরা
সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
এই সভার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।