শ্যামনগর প্রতিনিধিঃ অপারাজিতা নারী উন্নয়ন সংস্থার (অনাস)এর উদ্যোগে ডিআরআরএ এর সহযোগিতায় লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে নুরনগর,রমজানগর ও শ্যামনগরে তিন ইউনিয়নে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য ও বাড়িতে কি ভাবে প্রতিবন্ধী শিশুর পরির্চায়া করবে সে বিষয়ে মোট ৪৫ জন প্রতিব্ন্ধী শিশুর অবিভাবকের মাঝে বিস্তর আলোচনা করেন ডা.তাপস রপ্তান নিউরো সেন্টার ও সার্বিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী অষ্টমী মালো।আরো উপস্থিত ছিলেন প্রকল্প সুপারভাইজার নাজমুল হাসান ও স্পেশাল নীট টিচার রুবিনা খাতুন ও হিসাবরক্ষক অমিয় কুমার মন্ডল।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।