প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় তিনি ভাষণ দিবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে। বিভিন্ন বেসরকারি টেলিভিশনেও ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, গত ২৫ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। গত বছরও ১৪২৭ নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।