রামপাল (বাগেরহাট) লায়লা সুলতানাঃ প্রেসক্লাব রামপাল এর কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রামপালের ভাগা বাজারে জামায়াতে ইসলামীর আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, রামপাল উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, রামপাল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শেরওয়ান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ শেখসহ দলীয় নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। রামপাল ও মোংলা এলাকায় কোন দুর্নীতিবাজের স্থান হবে না। জমি যার, ঘের তার এই নীতির বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, হিন্দু ভাই-বোনসহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোন নারীকে জোর করে বোরকা পরতে বাধ্য করা হবে না। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের অধিকার ভোগ করবে। আমরা সম্প্রীতির সমাজ গঠনে বিশ্বাসী।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাব রামপালের আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্য সাংবাদিকদের মধ্যে ছিলেন এ. এইচ. নান্টু, মো. রেজাউল ইসলাম, কবির আকবর পিন্টু, এম. এ. সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, হারুন শেখ, আব্দুল্লাহ শেখ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।