ডেস্ক রিপোর্টঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি মশাল মিছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সজীব আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে ফরিদপুর সিটি গ্রুপ নামে আইডিতে শেয়ার করা একটি পোস্টে দেখা যায় আজ (৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১২ টা থেকে ১টার মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটির অগ্রভাগে ব্যানার ধরে এবং হাতে মশাল নিয়ে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দিতে দিতে মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকজন।
ব্যানারটিতে লেখা রয়েছে “অবৈধ দখলকারী ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল” এবং ব্যানার নিচে লেখা রয়েছে “বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা”
মিছিলটি ফরিদপুর শহরের আঙ্গিনার সামনে হয় বলে একাধিক সূত্র জানায়।
এ বিষয়ে জানতে ফরিদপুর সদর সার্কেল এএসপি ও ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিক ফোন করা হলেও কল রিসিভ করেননি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।