যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হাইলিয়াহ শহরে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হামলার ঘটনার পর হাইলিয়াহ পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ বলেন, 'রাত ১টার দিকে শহরের কনসার্ট হলের সামনে একটি সাদা গাড়ি এসে থামে। গাড়ি থেকে তিন জন বের হয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।
এক টুইটবার্তায় রামিরেজ বিচারের দাবি জানিয়ে বলেন, 'কিছু ঠাণ্ডা মাথার খুনী জনতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনার অবশ্যই বিচার চাই। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'
যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হাইলিয়াহ শহরের এলমুলা ব্যঙ্কোয়েট হলে এই ঘটনা ঘটে। হামলার সময় হলটিতে কনসার্ট চলছিলো। হামলাকারীরা খুব দ্রুত সেই স্থান থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।