মোঃ রিপন ইসলাম বগুড়াঃবগুড়ায় আলু উৎপাদন-সংরক্ষণ-বিপণন ব্যবস্থাপনার উপর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কোল্ড স্টোরেজ মালিক, আলু উৎপাদনকারী ও আলু ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, চলতি মৌসুমে বগুড়ায় প্রচুর আলুর আবাদ হয়েছে। আলু সঠিক সংরক্ষণ এবং বাজার নিয়ন্ত্রণ করতে এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। কোন ভাবেই আলুর বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। কেউ কোন গুজোব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) স্নিগ্ধ আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতলুবর রহমান, কোল্ড স্টোরেজ মালিত সমিতির পক্ষে আবুল কামাল আজাদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ। এসময় কোল্ড স্টোরেজ মালিক, আলু উৎপাদনকারী ও আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।