ডেস্ক রিপোর্টঃ
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার ১ নং মানিকছড়ি ইউনিয়নের ওয়াকছড়ি এলাকায় দরিদ্র কৃষক আবদুল মমিন নিশা’র গোয়ালে এ ঘটনা ঘটে।
তিনি জানান, মঙ্গলবার ভোরে ঝড়ো হাওয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা কোরবানির হাটের জন্য প্রস্তত ২টি ষাড়, ৩টি গর্ভবতী গাভী, একটি বাছুর ও একটি ছাগল মারা যায়। এতে ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন বলে জানান নিশাদ।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন বলেন, ‘এমন ঘটনা এর আগে ইউনিয়নের কোথাও ঘটেনি। গরু লালন-পালন করে সংসারের জীবিকা নির্বাহ করেন মমিন। এখন গরুগুলোকে হারিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সমাজের বিত্তশালী ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।