আব্দুল আহাদ,নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার(১৪আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শংকর কাটি গ্রামের বাসিন্দা তেজেন মন্ডল এর ছেলে জয়ন্ত মন্ডল ( ৪০) বজ্রপাতে মৃ*ত্যু*বরণ করে।
এলাকা সূত্রে জানা যায় দুপুর ২ টার দিকে জয়ন্ত মন্ডল তার নিজ বাড়ির সামনে শঙ্করকাটি কেয়ার রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন এ সময় হঠাৎ আকাশের বিকট শব্দে বজ্রপাত এসে জয়ন্ত মন্ডল এর উপরে পড়ে।
তৎক্ষনাৎ জয়ান্ত মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে মৃ*ত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা যায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।