নাটোর প্রতিনিধি:বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পালিত হবে পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ শুরু । এ উপলক্ষে নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রাসেল সভাপতিত্বে বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবুল হোসাইন পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান (আতা),বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা.মোঃ খুরশীদ আলম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা,জনাব মোঃ মমিন আলী চেয়ারম্যান ২ নং বড়াইগ্রাম ইউপি, আমন্ত্রিত অতিথি মধ্যে ছিলেন জনাব আব্দুর রহমান স্বাস্থ্য পরিদর্শক,ইপিআই টেকনিশিয়ান মোঃরাজিব সরকার সরকার এছাড়াও আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক এফ পি আই , পরিবার কল্যাণ পরিদর্শিকা এফ ডব্লিউ ভি, সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের ওপর আলোকপাত করেন বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএফপিও ডা.সুপ্তি গমেজ । তিনি স্বল্প মেয়াদী পদ্ধতি খাবার বড়ি,কনডম,ইঞ্জেকশন, দীর্ঘমেয়াদি পদ্ধতি ইমপ্ল্যান্ট,কপারটি , স্থায়ী পদ্ধতি এনএসভি, টিউবেক টমির ওপর বিশেষভাবে আলোচনা ক
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।