পলাশ চন্দ্র দাস,বরিশাল: বরিশালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর বরিশাল আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস।
সংগঠনের জেলা সভাপতি গাজী আব্দুস ছালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সিনিয়রসহ সভাপতি জিয়া শাহীন।
অনুষ্ঠানে বক্তাগণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারীদের পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, ১১তম গ্রেড প্রদান, কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাকরন এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি নাসির হোসেন তালুকদার, বরিশাল কলেজ শিক্ষক সমিতি নেতা আমিনুল ইসলাম খোকন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দারিয়া, ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হাফিজ।
সম্মেলনে জিয়া শাহীনকে সভাপতি এবং ইছা তালুকদারকে সাধারণ সম্পাদক করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।