চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রামের বাঁশখালীতে ধানখেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার একটি ধানখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যা করে মরদেহটি বাঁশখালীর ধানখেতে ফেলে যায় দুষ্কৃতকারীরা। সাদা শার্ট পরিহিত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।