মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি বেশ কয়েকটি কারণে নিয়েছে বলে ভারত ভারতের মিডিয়ার মাধ্যমে জানা গেছে । ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) যৌথভাবে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে। এর মূল কারণগুলো হলো সিমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ চোরাচালান প্রতিরোধ সহ মাদকদ্রব্য ব্যবসায়ীদের উৎপাত বেড়েই চলেছে। এইদিকে ৫ আগষ্টের পর ভারত একের পর এক বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন মিডিয়াতে উসকানি মূলক কথা বলে আসছে। যার কারণে দু দেশের মধ্যে রাজনৈতিক পর্যালোচনায় চরম আকার ধারণ করছে। যার কারণে ভারত তাদের দেশের সার্বভৌম সুনাম রক্ষা সহ সকল অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধের জন্য কঠোর নজরদারি বৃদ্ধি করেছেন বলে জানিয়েছেন।
অবৈধ অনুপ্রবেশ রোধ: সীমান্তে অবৈধ অভিবাসন বন্ধ করতে ভারত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে।
চোরাচালান প্রতিরোধ: মাদক, অস্ত্র, এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ: উভয় দেশেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসীদের যাতায়াত বন্ধ করাও একটি প্রধান লক্ষ্য।
সীমান্ত সংঘর্ষ কমানো: স্থানীয় মানুষদের মধ্যে সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়াতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এটি দু'দেশের মধ্যে সম্পর্কের ওপর কিছুটা প্রভাব ফেললেও যৌথ আলোচনার মাধ্যমে এ গুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। উভয় দেশই চায় সীমান্ত নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখতে। উভয় দেশের চোরাচালান এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ভারত জানিয়ে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।