বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট খান জাহান মাজার মোড় এলাকায় বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা গামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে অজ্ঞাত ওই নারী নিহত হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।
খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।