মিন্টু কান্তি নাথ,রাজস্থলী।।রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে আগামী ২৫ ও ২৬ শে নভেম্বর শনিবার ও রবিবার আয়োজিত উৎসব উদযাপনের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। ২২ শে নভেম্বর বুধবার সকালে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার, সহ-সভাপতি দীপক শীল, কোষাধ্যক্ষ বিপ্লব মৌলিক,বিশু মৌলিক,সুজন বিশ্বাস,জনি কর্মকার সহ উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ২৫ শে নভেম্বর শনিবার মহতী ধর্মসভায় শুভ উদ্বোধক করবেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজী, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।